সৌদি আরবের টিকিট বিতরণ কার্যক্রমে আজও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ক’দিনের মতো ভোর থেকেই মতিঝিল বিমান অফিস আর কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইন্স কার্যালয়ের সামনে জড়ো হন প্রবাসীরা।
ভোর থেকেই মতিঝিল বিমান অফিসে ছিল ব্যাপক সমাগম। সকাল ১০টার পর টিকিট দেয়ার কার্যক্রম শুরু হয়। ১৮ থেকে ২০ মার্চ পর্যন্ত যাদের ফিরতি টিকিট কাটা ছিল, তাদের টিকিট দেয়া হবে আজ।
তবে প্রথম থেকেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বিমান বাংলাদেশের অফিসে। সেখানে জড়ো হওয়া প্রবাসীরাও বিরক্ত।
এদিকে টিকিট পাওয়ার তালিকায় না থাকলেও যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, নানা শঙ্কা থেকে জড়ো হয়েছেন তারাও। সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সবার হাতেই টিকিট পৌঁছানো সম্ভব বলে মনে করেন সৌদি প্রবাসীরা।
Leave a reply