নোয়াখালীতে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

|

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে বিভিন্ন কৃষকদের মাঝে সদর উপজেলা কৃষি অধিদফতরের উদ্যোগে বিভিন্ন ফল গাছের চারা বিতরণ ও তাল গাছের চারার আঁটি ও বীজ রোপণ করা হয়েছে।

রোববার দুপুরে নোয়াখালী ধর্মপুর ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষকদের মাঝে ৫০০ বীজ ও ৩.৫ কি.মি রাস্তায় বপন ও রোপণের কাজ করে সদর উপজেলা কৃষি অধিদফতর।

এ বিষয়ে সদর উপজেলা কৃষি অফিসার মো. মোশরেফুল হাসান জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তালের বীজ বপন ও চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা ৫০০ বীজ ও ৩.৫ কিলোমিটার রাস্তায় এ বপন ও রোপণের কর্মসূচি বাস্তবায়ন করেছি। এছাড়া আমারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ বছর ৪ হাজার ৫০০ তালের বীজ বপন করার চিন্তা করেছি।

এ সময় ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সাবু এর সভাপতিত্বে উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সফিকুল ইসলাম পাটোয়ারী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মো. মোশরেফুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. এ কে এম আবু সুফিয়ান।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply