বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয়া অনুদান ৩০ শতাংশ বৃদ্ধির ঘোষণা ব্রিটেনের

|

মহামারি প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয়া অনুদান ৩০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। টিকা সরবরাহ নিশ্চিতে ‘কোভ্যাক্স কর্মসূচিতে’ দিবে ৫শ’ মিলিয়ন পাউন্ড।

রেকর্ডকৃত ভাষণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশে থাকার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বলেন, আগামী চার বছরে ডব্লিউএইচও’কে ৪৩৩ মিলিয়ন ডলার অনুদান দেবে যুক্তরাজ্য। দরিদ্র দেশগুলো করোনা প্রতিরোধে পাবে কোভ্যাক্স কর্মসূচির বড় অংকের অনুদান। ভবিষ্যতে মহামারি রুখতে ৫ দফা প্রস্তাবনার পাশাপাশি, সমন্বিত গবেষণার ওপর গুরুত্ব দেন বরিস জনসন।

বরিস জনসন বলেন, ডব্লিউএইচও’তে সংস্কার অবশ্যই প্রয়োজন। তবে বিশ্বজুড়ে রোগব্যাধির বিরুদ্ধে তাদের ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ। সেজন্যই আগামী চার বছরের জন্য অনুদান ৩০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। কোভ্যাক্স কর্মসূচিতেও ৫৭১ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করেছি। এরমধ্যে ৫০০ মিলিয়ন পাউন্ড ব্যবহার হবে ভ্যাকসিনের সুষম বণ্টন নিশ্চিতে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচিতে ১৫৬টি দেশ যোগ দিলেও, নেই চীন-যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের অংশীদার ৬৪ ধনী দেশের মধ্যে অন্যতম যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply