মাহবুবে আলমের জানাজা শেষ, মিরপুরে হবে দাফন

|

সদ্য প্রয়াত আইনজীবী ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় সুপ্রিম কোর্ট গার্ডেনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সকাল ১১ টার কিছু আগে তার লাশ বহনকারী গাড়ি তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আসে। জানাজায় অংশ নেন রাজনীতিবিদ, সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জানাজা শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দাফন সম্পন্ন করবে আল মারকাজুল ইসলাম।

এর আগে সকাল ৮টার পর তার মরদেহ সিএমএইচ থেকে মিন্টো রোডের বাসায় নেয়া হয়। শেষবারের মতো তাকে দেখতে সেখানে ভিড় করেন স্বজনরা।

রোববার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবে আলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা।

গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল শরীরে জ্বর অনুভব করেন। পরদিন সকালে করোনা টেস্ট করালে রিপোর্ট পজেটিভ আসে। সে দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৮ সেপ্টেম্বর অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে ২০ সেপ্টেম্বর তার করোনামুক্তি ঘটার কথা জানায় পরিবার।

সুপ্রিম কোর্টের এ জ্যেষ্ঠ আইনজীবী ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মাহবুবে আলম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৯৯৩-৯৪ সালে সম্পাদক ও ২০০৫-২০০৬ সালে সভাপতি নির্বাচিত হন। ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি দায়িত্ব পালন করে আসছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply