স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:
গোপালগঞ্জে তুহিন মোল্লা হত্যাকাণ্ডের প্রধান আসামি মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগম ওরফে পাখিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গত ৩ জুলাই গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের চর বয়রা গ্রামে মসজিদ কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে তুহিন মোল্লাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় গত ৪ জুলাই নিহতের বড় ভাই আরেফিন মোল্লা বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামি মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগম ওরফে পাখিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ডে নেয়ার জন্য আবেদন করে আজ সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
ইউএইচ/
Leave a reply