২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৮শ’ মৃত্যুর পর, বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানি ছাড়ালো ১০ লাখ ৬ হাজার। নতুন করে সোয়া দু’লাখ সংক্রমণ শনাক্তের ফলে, মোট আক্রান্ত ৩ কোটি সাড়ে ৩৫ লাখ মানুষ।
সোমবারও বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল ভারত। যদিও দু’মাসে প্রথমবার দিনে ৮শ’র কম মৃত্যু দেখেছে দেশটি। নতুন সংক্রমণ শনাক্তের সংখ্যাও ছিল ৭০ হাজারের কম। ভারতে কোভিড নাইনটিনে এ পর্যন্ত মারা গেছেন সাড়ে ৯৬ হাজারের মতো মানুষ। আক্রান্ত সাড়ে ৬১ লাখ। ১০ দিন পর মৃত্যু ৩শ’র ঘরে নেমেছে ব্রাজিলে।
দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সাড়ে ৪৭ লাখ।
দিনের তৃতীয় সর্বোচ্চ প্রাণহানি ছিল আর্জেন্টিনায়। মারা গেছেন ৩৬৪ জন। নতুন করে ৩ শতাধিক মৃত্যুতে, যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি দু’লাখ ১০ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ৭৩ লাখ ৬১ হাজার মানুষ।
এদিন প্রায় ২শ’ করে মৃত্যু রেকর্ড করেছে ইরান, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো।
Leave a reply