আর্সেনালকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত লিভারপুলের

|

জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। দিনের হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়েছে অলরেডস।

বিপরীতে টানা দুই জয়ের পর হারের স্বাদ পেলো আর্সেনাল। অবশ্য ঘরের মাঠ অ্যানফিল্ডে ডিফেন্ডারদের ভুলে শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। আলেকজান্দ্রে লাকাজেতের গোলে লিড সফরকারীদের। মিনিট দু’য়েকের মাথায় স্বাগতিকদের সমতায় ফেরান সাদিও মানে। ৩৪ মিনিটে লিড দ্বিগুণ করেন স্কটিশ ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন। ম্যাচের শেষ দিকে বদলি ফুটবলার দিয়োগো জোতার গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে ইয়ুর্গেন ক্লাপ শিষ্যরা। পাঁচ নম্বরে থাকা আর্সেনালের পয়েন্ট ৬।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply