ভুয়া ডিবি পুলিশ চক্রের ৩ ও জালনোট তৈরি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে ব্রিফিংয়ের আয়োজন করে গোয়েন্দা পুলিশ।
ব্রিফিংয়ে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে যাত্রাবাড়ি এলাকা হতে ভুয়া ডিবি পুলিশ চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জানান, তারা ব্যাংকে টাকা বহনকারী ও টাকা উত্তোলকারীদের টার্গেট করতেন। পরে তারা অস্ত্রের ভয় দেখিয়ে ও মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ-স্বর্ণলঙ্কার নিয়ে ছেড়ে দিতেন।
অপরদিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে ৬৫ লক্ষ জাল টাকা ও জালনোট তৈরির সরঞ্জামসহ এক চক্রকে গ্রেফতার করে ডিবি। আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, বড় উৎসবকে টার্গেট করে তারা জালনোট সরবরাহ করতো।
Leave a reply