নকল মাস্ক সরবরাহে জেএমআই’র চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেফতার

|

নকল এন ৯৫ মাস্ক ও নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম কেনার অভিযোগে করা মামলায় জেএমআই হাসপাতাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমেটেডের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে দুদকের একটি টিম আজ রাজধানী থেকে তাকে গ্রেফতার করে।

এর আগে জেএমআইয়ের এমডি আব্দুর রাজ্জাক, সিএমএসডির সাবেক উপ-পরিচালক ও কক্সবাজার মেডিকেলের তত্ত্বাবধায়কসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করে দুদকের উপপরিচালক মো. নুরুল হুদা। কোভিড-১৯ এর চিকিৎসার সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগের তদন্তে জুলাই মাসে আব্দুর রাজ্জাককে তলব করে জিজ্ঞাসাবাদ করে দুদক। তিনিসহ আরও কয়েকজনকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply