ভারতের উত্তরপ্রদেশে গণধর্ষণে নিহত তরুণীর পরিবারকে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার

|

ভারতে গণধর্ষণে তরুণীর মৃত্যু, গোপনে লাশ দাহ পুলিশের

ভারতের উত্তর প্রদেশে তরুণীকে গণধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় তার পরিবারকে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। বুধবার, পরিবারের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ।

দ্রুততম সময়ে অপরাধীদের বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশের পরপরই এ খবর জানায় ভারতীয় গণমাধ্যম।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়, মামলার তদন্ত এবং বিচার প্রক্রিয়া দ্রুত সারতে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। দু’সপ্তাহ মৃত্যুর সাথে লড়াইয়ের পর মঙ্গলবার ২০ বছর বয়সী ওই তরুণী মারা যান। মধ্যরাতে গোপনে তার দাহ সম্পন্ন করে পুলিশ। কাছে ঘেঁষতে দেয়া হয়নি পরিবারের সদস্যদের। ঘটনাটি প্রকাশ হলে উত্তাপ ছড়ায় গোটা ভারতে।

এদিকে এ ঘটনায়, ওই তরুণী নির্দয় সরকারের পাশবিকতার বলি হয়েছেন বলে মন্তব্য করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির।

সোনিয়া গান্ধি বলেন, “হাথরাজের নিষ্পাপ মেয়েটি যে পাশবিক আচরণের শিকার, তা আমাদের সমাজের জন্য কলঙ্ক। মেয়ে হওয়া কি পাপ? নাকি গরীব ঘরের মেয়ে হওয়া পাপ? সে শুধু ধর্ষকদের লালসার নয়, এই সরকারের নিষ্ঠুরতারও বলি। সেকারণেই পুরো ঘটনাটিকে ধামাচাপা দিতে তাড়াহুড়ো করে তার দাহ সারা হয়েছে।”

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, দোষীদের বাঁচাতে তথ্যপ্রমাণ লোপাটের উদ্দেশ্যে, তড়িঘড়ি নিহত তরুণীর মৃতদেহ পুড়িয়ে ফেলেছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply