করোনায় কার্যকারী ভ্যাকসিন উদ্ভাবন হলেও আগামী বসন্তের আগে কোন ভাবেই স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ নেই। শিথিলতায় আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এমন শঙ্কার কথা জানিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা।
লন্ডনের ইমপেরিয়াল কলেজের গবেষকরা জানান, করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় এটি খুব সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব না। তাই ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হলেও আগামী বসন্তের আগে কোনোভাবেই তা নিয়ন্ত্রণে আসার সুযোগ নেই।
গবেষক এসটন কার্ডে বলেন, এটা মনে করার কোনো কারণ নেই যে, ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ার একমাসের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। ভাইরাস নিয়ন্ত্রণে আসতে কমপক্ষে ছয়মাস লাগতে পারে। এমনকি একবছরও লেগে যেতে পারে।
এদিকে, লাতিন আমেরিকার দেশগুলোতে আবারও বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। এরমধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল ও মেক্সিকোয় পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে। এরআগে দ্বিতীয় দফায় সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে কড়াকড়ি আরোপ করেছে স্পেন, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশ।
Leave a reply