আফগানিস্তানের নানগারহার প্রদেশে বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৫ জন। শনিবারের হামলায় আহত হয় আরও অনেকে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক ঘাঁটির কাছাকাছি স্থানে হয় এ হামলা হয়। একটি ট্রাক থেকে বোমা ছুঁড়ে অজ্ঞাতরা। এতে বেশ কয়েকটি বাড়িঘর ও গাড়ি বিধ্বস্ত হয়। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে বাড়তে পারে নিহতের সংখ্যা।
হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে তালেবানদের দায়ী করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাতারে আফগান সরকারের সাথে তালেবানদের শান্তি আলোচনার মধ্যেও প্রায় নিয়মিতই ঘটছে হামলা। গত দু’ সপ্তাহে সাড়ে ৬শ’ হামলা চালিয়েছে তালেবানরা। যাতে প্রাণ যায় ৬৯ জনের।
Leave a reply