Site icon Jamuna Television

ট্রাম্পের রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে গিয়েছিল

ছবি: ইন্টারনেট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিলো। এরপরই চিকিৎসায় তার শরীরে দেয়া হয়েছে স্টেরয়েড ডেক্সামেথাসন।

ট্রাম্পের চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এবং শনিবার আশঙ্কাজনক হারে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিলো। তবে এখন বেশ ভালো অনুভব করছেন ট্রাম্প। সোমবার হাসপাতাল ছাড়তে পারেন তিনি। তবে সেটা নির্ভর করছে তার শারীরিক পরিস্থিতির ওপর। হাসপাতাল ছাড়লেও হোয়াইট হাউজে থেকে চিকিৎসা নেবেন তিনি, থাকবেন বিশেষ পর্যবেক্ষণে। তবে এখন পর্যন্ত ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের শারীরিক অসুস্থতার কোনো তথ্য পাওয়া যায়নি।

ইউএইচ/

Exit mobile version