বেলারুশে সরকার বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ, আটক ৩৫০

|

বেলারুশে ১০ হাজারের বেশি মানুষ যোগ দিলেন সরকার বিরোধী আন্দোলনে। রোববার আটক হন ৩৫০’র বেশি বিক্ষোভকারী।

রাজধানী মিনস্কে ছিলো মূল আয়োজন। তবে আশপাশের বেশ কয়েকটি শহরেও হয় প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বিরোধী আন্দোলন। ক্ষুব্ধ জনতার দাবি, নতুন নির্বাচন আর রাজবন্দিদের মুক্তি। বর্তমানে ৭৭ জন মানবাধিকারকর্মী-ব্লগার রয়েছেন কারাগারে। একইসাথে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সংবাদকর্মীদের কাজে ফিরিয়ে আনারও জোরালো দাবি তোলেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, সত্য গোপনের জন্যেই বিদেশি সাংবাদিকদের ওপর জারি করা হয়েছে কড়াকড়ি।

প্রেসিডেন্ট ছাড়া, দেশটির ভোট জালিয়াতির সাথে জড়িতদের ওপর শুক্রবার নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইইউ। গেলো ২৬ বছর যাবৎ সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটি শাসন করছেন আলেক্সান্ডার লুকাশেঙ্কো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply