বার্সেলোনাকে আটকে দিয়েছে সেভিয়া, পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ

|

লা লিগায় বার্সেলোনাকে আটকে দিয়েছে সেভিয়া। ক্যাম্প ন্যু’তে ১-১ গোলের সমতায় মাঠ ছাড়ে দু’দল। আর লেভান্তের মাঠে থেকে ২-০ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। লুকা মডরিচের কর্নার কিক থেকে জোরালো শটে প্রতিপক্ষের জাল কাঁপান ভিনিসিয়াস জুনিয়র। এরপর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি করিম বেনজেমা-ভিনিসিয়াসরা। ৭০ মিনিটে সার্জিও রামোসের গোল বাতিল হয় ভিএআরে । যোগ করা সময়ে বেনজেমার গোলে ২-০’র জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

আরেকদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ১-১ গোলে আটকে দেয় সেভিয়া। ম্যাচের ৮ মিনিটে ডি ইয়ংয়ের বুলেট গতির শটে এগিয়ে যায় সেভিয়া। মৌসুমে প্রথমবারের মত বল জড়ায় বার্সার জালে। অবশ্য ২ মিনিটের ব্যবধানেই কাতালানদের সমতায় ফেরান কুতিনিয়ো । এরপরের সময়টুকু বার্সার সামনে দেয়াল হয়ে ছিলেন সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বউনউ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply