Site icon Jamuna Television

লকডাউন শিথিল হতেই ‘গোয়া নাইটস’এ মেতে উঠলো বলিউডের গার্লস গ্যাঙ

ভারতে আস্তে আস্তে শিথিল হতে শুরু করেছে লকডাউন। তাই এবার মুম্বাই থেকে গোয়ায় পাড়ি দিল বলিউডের অন্যতম গার্লস গ্যাঙ। মালাইকা অরোরা, অমৃতা অরোর, মাহিপ কাপুর, শানায়া কাপুরদের সঙ্গে ছিলেন সোহেল খানের স্ত্রী সীমা খানও। খবর ভারতীয় গণমাধ্যম জি২৪ নিউজ’র।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘গোয়া নাইটস’ ক্যাপশনে গার্লস গ্যাঙ’র ছবি শেয়ার করেন সীমা খান।

তবে এবারে এই গার্লস গ্যাঙয়ের মাঝে দেখা যায়নি কারিশমা কাপুর এবং করিনা কাপুর খান-কে। ৫ মাসের অন্তঃসত্ত্বা বর্তমানে দিল্লিতে লাল সিং চাড্ডার শ্যুটিং করছেন। সেখানে তার সঙ্গে রয়েছেন স্বামী সাইফ আলি খান এবং একমাত্র পুত্র তৈমুর আলি খানও।

অন্যদিকে মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জিজ্ঞাসাবাদের জন্য ব্যস্ত থাকায় দেখা যায়নি সাইফ কন্যা সারা আলি খানকেও।

Exit mobile version