ভিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুড়ুকে ৫৯ রানে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালস। শুরুতে ব্যাট করতে নেমে স্টয়নিসের ব্যাটিং তাণ্ডবে ৪ উইকেটে ১৯৬ রান তোলে দিল্লি।
জবাবে অক্ষর-অশ্বিনদের স্পিনে ১৩৭ রানে থামে ক্যাপিটালস। টস হেরে ব্যাট করেতে নেমে পৃথ্বি -শিখর ধাওয়ানের ওপেনিং জুটিতে দারুণ শুরু পায় দলটি। পৃথ্বি থামেন ৪২ রানে। এর পর ৩২ রানে ধাওয়ান আর শ্রেয়াশ আইআর ১১ রানে ফিরলে কমে যায় রানের গতি।
তবে স্টয়নিচ ও পন্তের ৪৩ বলে ৮৯ রানের ঝড়ো জুটিতে ম্যাচে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় দিল্লি। ২৪ বলে আসরের দ্বিতীয় ফিফটি তুলে ৫৩ রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ান রিক্রুট স্টয়নিস। ৪ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় পুঁজি পায় দিল্লি ক্যাপিটালস।
জবাব দিতে নেমে দুই ওপেনার দেবদূত পাডিক্কেল ও অ্যারোন ফুঞ্চ ফেরেন দ্রুত। ভিরাট কোহলির সাথে জুটি ভাঁধার চেষ্টা করেও ব্যর্থ হন এবিডি ভিলিয়ার্স। ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে যখন বিপাকে দিল্লি, তখন উইকেটে ভারতীয় অধিনায়ক কোহলি। তবে স্রোতের বিপরীতে টিকে থাকার চেষ্টাই শুধু করেছেন ৪৩ রান করা ভিরাট।
Leave a reply