আমাদের সাথে কিছুতেই পেরে উঠবে না চীনা বাহিনী: ভারতের বিমান বাহিনী প্রধান

|

লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের চেয়ে ভারতের শক্তি বেশি। চীনের যেকোনো ধরনের সামরিক আক্রমণ ঠেকাতেও পুরোপুরি প্রস্তুত ভারতীয় বিমান বাহিনী। তাই চীনের সেনারা কিছুতেই ভারতের সাথে পেরে উঠবে না।

আগামী ৮ অক্টোবর ভারতীয় বিমান বাহিনীর এয়ারফোর্স ডে উপলক্ষে সাংবাদিকদের কাছে এমন দাবি করেছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া। খবর ভারতীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

এয়ার চিফ মার্শাল ভাদুরিয়া জানান, স্পর্শকাতর এলাকাগুলোতে শক্তি আরো বৃদ্ধি করেছে ভারতীয় বাহিনী। উত্তর ও পশ্চিম ফ্রন্টে যথেষ্ট শক্তি বৃদ্ধি করা হয়েছে। অরুণাচল, সিকিম ও উত্তরাখণ্ডেও পর্যাপ্ত জঙ্গিবিমান প্রস্তুত রেখেছে ভারতীয় বিমান বাহিনী।

ভাদুরিয়া আরো বলেন, চীন ভারতের দিকে হাত বাড়ালেই তাদের সাথে সাথে যোগ্য জবাব দেয়া হবে।

বিমান বাহিনী প্রধান জানান, প্যাঙ্গং রেঞ্জে রয়েছে সুখোই-৩০এমকেআই, মিগ-২৯ যুদ্ধবিমান। সীমান্ত পাহারা দিচ্ছে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচে এএইচ-৬৪ই, সিএইচ-৪৭ এফ চিনুক মাল্টি-মিশন হেলিকপ্টার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply