Site icon Jamuna Television

হাসপাতাল থেকে বেরিয়ে বিতর্কে ট্রাম্প

হাসপাতাল থেকে বেরিয়ে বিতর্কে ট্রাম্প

হাসপাতাল থেকে ফেরার পরদিনই প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশগ্রহণে আগ্রহের কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। এক টুইটবার্তায় জানান, বিতর্কের জন্য মুখিয়ে আছেন তিনি।

তবে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন জানিয়ে দিয়েছেন, মেডিকেল বিশেষজ্ঞরা নিরাপদ বলে সনদ দিলেই কেবল বিতর্কে অংশ নেবেন তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহকর্মীদের মধ্যে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। তালিকায় নতুন যুক্ত হয়েছেন হোয়াইট হাউজের উপদেষ্টা স্টিফেন মিলার এবং কোস্টগার্ড ভাইস কমান্ড্যান্ট। কোয়ারেন্টাইনে আছেন শীর্ষ সামরিক কর্তারা।

হোয়াইট হাউজের তরফ থেকে জানানো হয়েছে, কর্মীদের সুরক্ষায় নেয়া হবে আরও সতর্কতামূলক ব্যবস্থা।

এদিক করোনাভাইরাসকে তাচ্ছিল্য করে ট্রাম্পের টুইটবার্তার পাশে লাল মার্ক দিয়ে সতর্ক করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এরআগে একই পোস্ট মুছে দিয়েছে ফেসবুক। দাবি, এতে ভুল বার্তা যেতে পারে মানুষের কাছে।

Exit mobile version