Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর আত্মজীবনী প্রকাশের পর কোন অপচেষ্টা সফল হয়নি: প্রধানমন্ত্রী

৭৫ পরবর্তী সময়ে ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার অপচেষ্টা হয়েছে। বঙ্গবন্ধুর আত্মজীবনী প্রকাশের পর এই অপচেষ্টা সফল হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের কথা ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিলো একটি গোষ্ঠি। জেলে বসে লেখা শেখ মুজিবুরের কথাগুলো প্রকাশ পেলে তাদের চেষ্টা বিফলে যায়।

ব্রেইল পদ্ধতিতে বইটি প্রকাশ করায় দৃষ্টিপ্রতিবন্ধীরাও সেই ইতিহাস জানার সুযোগ পেলো বলে জানান প্রধানমন্ত্রী। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ছয় খণ্ডে বইটি প্রকাশ করা হয়েছে।

Exit mobile version