বিদেশি লেনদেন সংক্রান্ত নীতিমালায় দেয়া বিভিন্ন ছাড়ের মেয়াদ আরো ছয় মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে গতিশীল করতে এ সুযোগ দেয়া হয়েছে বলে এক প্রজ্ঞাপনে জানায় বাংলাদেশ ব্যাংক।
এর ফলে শিল্পের কাঁচামাল, কৃষি উপকরণ ও সার আমদানির ক্ষেত্রে বাকিতে মূল্য পরিশোধের জন্য আমদানিকারকেরা আবারও ৩৬০ দিন সময় পাবেন। যা আগে ছিল ১৮০ দিন। জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সামগ্রী আমদানিতে এ সুবিধা কাজে লাগাতে পারবেন ব্যবসায়ীরা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশি ব্যাংকের পাওনা পরিশোধে রিপেমেন্ট গ্যারান্টি বিদেশে পাঠানো যাবে আগামী মার্চ পর্যন্ত। গত সেপ্টেম্বরে এই সুবিধার মেয়াদ শেষ হয়। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া জীবন রক্ষাকারী ওষুধ আমদানির মূল্য বাকিতে পরিশোধের জন্য সর্বোচ্চ সময় বাড়িয়ে আবারও ১৮০ দিন করা হয়েছে। যা আগে ছিল ৯০ দিন।
পৃথক অপর প্রজ্ঞাপনে ব্যাক টু ব্যাক ঋণপত্রের ক্ষেত্রে রফ্তানি উন্নয়ন তহবিল থেকে ৬ মাসের জন্য পুনঃঅর্থায়ন সুবিধা দেয়ার কথা জানানো হয়েছে।
Leave a reply