বরিশালে শিশু ধর্ষণ: ৪ শিশুকে জামিনে মুক্তির পর বাড়ি পৌঁছে দিলো প্রশাসন

|

বরিশালে শিশু ধর্ষণ: ৪ শিশুকে জামিনে মুক্তির পর বাড়ি পৌঁছে দিলো প্রশাসন

বরিশালে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪ শিশুকে হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তির পর বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।

সকাল ৮ টার দিকে অভিভাবকদের কাছে ৪ শিশুকে বুঝিয়ে দেন প্রশাসনের কর্মকর্তারা।

গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বৃহস্পতিবার রাতে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বরিশালের শিশু আদালতকে জামিন নিষ্পত্তির নির্দেশ দেন। রাতের মধ্যেই তাদের বাড়িতে পৌঁছে দেয়ারও নির্দেশ দেয়া হয়।

এরপর ৪ শিশুর জামিন মঞ্জুর করেন বরিশাল শিশু আদালত। ঘটনার ব্যাখ্যা দিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ এবং বাকেরগঞ্জ থানার ওসিকে তলব করেছেন হাইকোর্ট।

উল্লেখ্য, প্রতিবেশি এক শিশুকে ধর্ষণের অভিযোগে গত ৬ অক্টোবর ৪ শিশুর বিরুদ্ধে মামলা হয়। আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply