ফেনীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আ’লীগ নেতার ৭ দিনের রিমান্ড মঞ্জুর

|

ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় তমিজ উদ্দিন নয়ন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদারত।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মতিগঞ্জ ভাদাদিয়া গ্রামের চুনি মাঝি বাড়ির বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের আদালতে ধর্ষক তমিজ উদ্দিন উদ্দিনের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা ৭ দিনের মঞ্জুর করেন।

নয়ন ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ। বিয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. ইকবাল হোসেন জানান,
ভুক্তভোগীর ডাক্তারী পরীক্ষার জন্য ৩ সদস্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার নমুনা হয়েছে। সেটি চট্টগ্রামে পাঠানো হবে।

ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক গোলাম জিলানী বলেন, সোনাগাজীর স্কুল ছাত্রী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।

পুলিশ, নির্যাতিতার পরিবার ও এলাকাবাসী জানায়, ভাদাদিয়া গ্রামের চুনি মাঝি বাড়ির মৃত সৈয়দ আহম্মদের ছেলে তমিজ উদ্দিন নয়নের বাড়ির সামনে একটি ফার্নিচার দোকান রয়েছে। গত ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার দোকানের এক কর্মচারীর স্কুল পড়ুয়া কন্যা প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার দোকানে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে।

ঘটনাটি কাউকে জানালে তাকে ও তার পিতাকে হত্যার হুমকি দেয় নয়ন। বিষয়টি নয়নের স্ত্রী দেখে ফেললে তার মুখ বন্ধ করার জন্য নয়ন তাকে মারধর করেন। স্বামী-স্ত্রীর ঝগড়ায় এক কান দুই কান হতে হতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই ছাত্রী তার পিতা-মাতার কাছে মুখ খুলে ঘটনার বর্ননা দেয়। নয়ন নির্যাতিত ছাত্রীর সম্পর্কে চাচা হন।

সোনাগাজী মডেল থানার ওসি তদন্ত আবদুর রহিম সরকার জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে রাতেই তমিজ উদ্দিন নয়নকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply