করোনার এই সময়ে মাস্ক পরা বাধ্যতমূলক করা হয়েছে। শপিং মল ও বিভিন্ন রেস্তরাঁতেও মাস্ক না পরলে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু অনেকেই আছেন যারা মাস্ক পরায় অনীহা েপ্রকাশ করেন। তাদের মাক্স পরাতে গিয়ে নাস্তানাবুদ হতে হয় শপিং মল কর্মী থেকে অন্যদের। এই ঝামেলা এড়ানোর জন্য তাইল্যান্ডের একটি শপিং মল অত্যাধুনিক মেশিন লাগিয়েছে প্রবেশ পথে। মাস্ক না পরলে কিছুতেই খুলবে না সেই দরজা। মাস্কবিহীনদের শপিং মলে ঢোকা আটকেই এই পন্থা বলে জানা গিয়েছে। কবর- আনন্দবাজার পত্রিকা।
নিয়াল হিবসন নামের এক টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন সেই শপিং মলের প্রবেশ পথের ভিডিও। যা ইতিমধ্যেই দেখা হয়েছে প্রায় ৭০ লক্ষ বার।
সেখানে দেখা যাচ্ছে, শপিং মলে ঢোকার পথে লাগানো রয়েছে ফেস ডিটেক্টর। কেউ ঢুকতে চাইলে তার সামনে মুখ রাখতে হচ্ছে। সেই মেশিনই দেখছে কোনও ব্যক্তি মাস্ক পরে রয়েছেন কি না। দেহের তাপমাত্রাও পরিমাপ করছে ওই মেশিন। মাস্ক পরে থাকলে ও গায়ে জ্বর না থাকলে তবেই পাওয়া যাচ্ছে শপিং মলে ঢোকার সুযোগ।
My local shops in Thailand. In 2 seconds scans my temperature and to see if wearing mask. Doors don’t open if not. 3 cases in 100+ days here. Removes awkward mask arguments for staff as well. pic.twitter.com/4Eac5fMsLR
— Niall Harbison (@NiallHarbison) October 4, 2020
https://twitter.com/i/status/1312846448988483586
Leave a reply