গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত করা হয়। এই ভাইরাস শনাক্ত হয়ে প্রথম রোগী মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। আজ ১০ অক্টোবর পর্যন্ত পাওয়া সরকারি হিসেবে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা সাড়ে ৫ হাজার।
শনিবার করোনা শনাক্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। নতুন রোগী শনাক্ত হয়েছেন ১২০৩ জন।
সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৫ হাজার ৫০০ জন। সুস্থ রোগীর মোট সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন। বাকিরা ঘরে বা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Leave a reply