আগামী বছর থেকে সব কাস্টম হাউজে ই-পেমেন্ট বাধ্যতামূলক

|

আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে সব কাস্টম হাউজ ও কাস্টম স্টেশনগুলোতে শুল্ক, করাদি, ফিসহ সব ধরণের চার্জ পরিশোধের পদ্ধতি ই-পেমেন্ট বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

শনিবার মোংলা কাস্টমস হাউজে ব্যবসায়ীদের নিয়ে কাস্টমস ই-পেমেন্ট বিষয়ক সচেতনতামূলক সভায় এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, শুধু ঢাকা-চট্টগ্রাম নয়, অর্থনৈতিক কর্মকাণ্ড দেশজুড়ে ছড়িয়ে দিতে হবে।

সম্ভাবনা কথা উল্লেখ করে তিনি বলেন, আগামীদিনে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বাড়াতে ই-পেমেন্ট পদ্ধতির উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে কয়েকগুণ রাজস্ব বাড়বে। আগামি বছরের ১ জুলাই থেকে ই-পেমেন্ট কার্যকর হবে শতভাগ। পরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে একটি মতবিনিময় সভাও করেন এনবিআর চেয়ারম্যান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply