সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে মেয়র পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া বিজয়ী হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থাপিত কন্ট্রোল রুমে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার মিজানুর রশিদ ভূঁইয়াকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন।
নৌকা প্রতীকে মিজানুর রশিদ ভূঁইয়া পেয়েছেন ৬ হাজার ১৬৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল হুসাইন জগ প্রতীকে ৩ হাজার ৬৩৭ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপির প্রার্থী রাজু আহমেদ ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৩৩৪।
চলতি বছরের ১১ জানুয়ারি পৌর মেয়র আবদুল মনাফ মৃত্যুবরণ করলে ফেরুয়ারি মাসে জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনসহ তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ মার্চ ভোটগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু ২১ মার্চ বৈশ্বিক মহামারি করেনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশন উপ নির্বাচন স্থগিত ঘোষণা করে। গত ২১ সেপ্টেম্বর পুনরায় মেয়র পদে উপ নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন। শনিবার মেয়র পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ইউএইচ/
Leave a reply