ফেসবুক লাইভে দেখা যাবে প্রেসিডেন্টস কাপের খেলা

|

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ দেখা যাবে তিন দলের প্রেসিডেন্টস কাপের খেলা। এছাড়া বাংলাদেশ বেতারে টুর্নামেন্টের খেলাগুলোর ধারাবিবরণী শোনা যাবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মহামারি করোনাভাইরাসের কারণে মার্চে বন্ধ হয়ে যায় খেলাধুলা। ছয় মাস পর প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরছে ক্রিকেট। আগামীকাল রোববার থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে। ম্যাচগুলো দিবারাত্রিতে অনুষ্ঠিত হবে। প্রত্যেক ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

টুর্নামেন্টে তিনটি দল একে-অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। ডাবল লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য ফাইনালে মুখোমুখি হবে।

এ তিন দলের টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক যথাক্রমে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। অন্য দলের নেতৃত্ব দেবেন জাতীয় দলের তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত।

৫০ ওভারের এই প্রেসিডেন্টস কাপে অংশ নেবেন- জাতীয় দল, হাই-পারফরম্যান্স দল এবং আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া দলের খেলোয়াড়রা। করোনাকালীন খেলা হওয়ায় ক্রিকেটার, সাপোর্টিং স্টাফ, ম্যাচ অফিসিয়াল এবং গ্রাউন্ডসম্যানদের জৈব-সুরক্ষা পরিবেশে নেয়া হবে।

প্রেসিডেন্টস কাপে যারা খেলবেন-

তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, এনামুল হক বিজয়, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান, তাইজুল ইসলাম ও মিনহাজুল আবেদিন আফ্রিদি।

স্ট্যান্ডবাই: শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদি হাসান রানা।

মাহমুদুল্লাহ একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক সৌরভ, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান রুম্মন, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব।

স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।

নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।

স্ট্যান্ডবাই: সুমন খান, সাদমান ইসলাম ও তানভির ইসলাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply