করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে বিশ্বে শীর্ষ দুই দেশের একটি ব্রাজিল। সরকারি হিসেবে ছোঁয়াচে এই ভাইরাসে লাতিন আমেরিকার বৃহত্তম দেশটিতে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে দেড় লাখ।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে গত মার্চে করোনায় সংক্রমণ ধরা পড়ার পর স্থানীয় সময় শুক্রবার মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৫০ হাজার ১৯৮ জন। এই ভাইরাসে বৈশ্বিক মৃত্যুর তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়; শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ২ লাখ ১৯ হাজার।
করোনার সংক্রমণের দিক থেকেও ব্রাজিলের শীর্ষের দিকে। আক্রান্তের সংখ্যা অর্ধকোটি ছাড়ায় বৃহস্পতিবারই। এই তালিকাতেও সবার ওপরে যুক্তরাষ্ট্র, ৭৯ লাখ ছুঁই ছুঁই। দ্বিতীয়স্থানে আছে ভারত, ৭০ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে।
এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৭৪ লাখ, এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৭ হাজার মানুষ।
Leave a reply