পদ্মা সেতুতে ৩২ নম্বর স্প্যান বসানো হয়েছে। এতে দৃশ্যমান হলো প্রায় ৫ কিলোমিটার অংশ। সোমবার সকালে সেতুর ৪ ও ৫ নম্বর খুঁটির ওপর বসানো হয় এই স্প্যানটি। এ নিয়ে সেতুটির ৪ হাজার ৮০০ মিটার অংশ দৃশ্যমান হয়েছে, যা যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্যের সমান।
এরআগে, দীর্ঘ চার মাস পর গতকাল স্প্যানটি বসানোর কার্যক্রম শুরু করেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে তীব্র স্রোতের কারণে দিনভর চেষ্টা করেও তা বসানো যায়নি। সাথে দিনের আলো কমে যাওয়ায় স্থগিত হয় কার্যক্রম।
এদিকে, প্রকল্পের মেয়াদ বাড়ানোর পর মূল সেতুর কাজ শেষ হবে আগামী বছরের ৩০ জুন। এ পর্যন্ত পদ্মা সেতুর ৯০ ভাগের বেশি কাজ শেষ হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
এখন পদ্মা সেতুর ওপর আর নয়টি স্প্যান বসানো বাকি থাকল। সর্বশেষ চলতি বছরের ১০ জুন জাজিরা প্রান্তের ২৫ ও ২৬ নম্বর খুঁটির ওপর বসানো হয় ৩১-তম স্প্যান।
Leave a reply