বরিশালে ৪ শিশুর বিরুদ্ধে ধর্ষণ মামলা স্থগিতে হাইকোর্টের আদেশ

|

বরিশালে ৪ শিশুর বিরুদ্ধে ধর্ষণ মামলা স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া এ বিষয়ে দায়িত্ব অবহেলা কেন অবৈধ নয় বলে রুল জারি করেছে আদালত। এর আগে আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। হাইকোর্টে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে সকালে, বরিশালের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিভিল সার্জন ও চার শিশুসহ তাদের অভিভাবক আদালতে উপস্থিত হন। পরে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। একইসাথে শিশুদের নিরাপত্তা বিধানের নির্দেশ দেন। এসময় আদালত দায়িত্ব অবহেলার কারণে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ওসিকে তিরস্কার করেন আদালত। এ বিষযে পরবর্তি শুনানি ২২ নভেম্বর।

৪ অক্টোবর ৬ বছরের এক প্রতিবেশী কন্যাশিশুর সঙ্গে চার ছেলে শিশু বাগানে বসে খেলছিল। এরপর মেয়ে শিশুটিকে তার পরিবার অসুস্থ অবস্থায় বরিশাল মেডিকেলে নিয়ে যায়। এরপর সেই চার নাবালক শিশুকে গত ৬ অক্টোবর আসামি করে বাকেরগঞ্জ থানায় কন্যাশিশুর বাবা ধর্ষণের মামলা করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply