লড়াইটা ছিলো বিশ্ব চ্যাম্পিয়ন বনাম ইউরোপ চ্যাম্পিয়নের। আক্রমণ-পাল্টা আক্রমণ হয়েছে বেশ। তবে গোলের খেলা ফুটবল, সেই গোলের দেখাই মিললো না। রোববার উয়েফা নেশন্স লিগে ফ্রান্স ও পর্তুগালের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ অমীমাংসিত থেকেছে গোল শূন্য ড্রয়ে।
ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সাথে পর্তুগালের লড়াইটা ছিলো সমানে সমান। রোনালদো আর এমবাপ্পে দুই তারকার দলই গোলের চেষ্টাতে ব্যর্থ হয়। পর্তুগালের ডেরায় ৫ বার আক্রমণ চালায় ফ্রান্স। আর ইউরো চ্যাম্পিয়নরা ছয়টি শট নেয় ফ্রান্সের গোলে।
এদিকে, বল পজেশনেও সমান আধিপত্য ছিলো দুই দলের। ৫০ শতাংশ সময়ে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলো ফ্রান্স ও পর্তুগাল।
ইউএইচ/
Leave a reply