নাইজেরিয়ার রাজধানীতে ভবনধসে প্রাণ হারালেন কমপক্ষে ৮ জন। এখনো চলছে তল্লাশি অভিযান। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লাগোসের আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় ভেঙ্গে পড়ে নির্মাণাধীন তিনতলা একটি ভবন। রাতভর অভিযান চালিয়ে জীবিত আরও ১০ জনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের দাবি, হতাহতরা সবাই ভবনটিতে কর্মরত শ্রমিক। এখনো ধ্বংসস্তূপের নীচে অনেকে আটকা রয়েছে। দুর্ঘটনার মূল কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ভবন নীতিমালা অনুসরণ করেননি নির্মাতারা। দুর্নীতির কারণেই অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনা।
ইউএইচ/
Leave a reply