ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’ এর সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কালই অধ্যাদেশ জারি করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভায় এ অনুমোদন দেয়া হয়। আইনটি সংশোধনের প্রস্তাব অনুমোদন হওয়ায় ধর্ষণে সর্বোচ্চ শাস্তির দাবি পূরণ হওয়ার পথে। এখন জাতীয় সংসদে পাসের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কার্যকর হবে এই আইন। মূলত আইনের ৯ এর ১ ধারায় পরিবর্তন আনা হচ্ছে।
এছাড়া আরও কয়েকটি জায়গায় ছোট ছোট পরিবর্তন করা হবে। দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলন এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবির প্রেক্ষিতে সরকার এই পদক্ষেপ নিলো।
ইউএইচ/
Leave a reply