কক্সবাজার প্রতিনিধি:
কোস্টগার্ড সদস্যরা বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫ জলদস্যুকে আটক করেছে। এসময় তাদের হাতে আটক ৭ জেলেকেও উদ্ধার কারা হয়।
সোমবার ভোররাতে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সদস্যরা টেকনাফের নোয়াখালী পাড়া হতে ১২ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর থেকে তাদেরকে আটক করে। এসময় তাদের নৌকা হতে ৭ বাংলাদেশি জেলেকে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
এছাড়াও ডাকাতদের নৌকাটি তল্লাশি করে ২টি দেশীয় একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, ১০টি বিভিন্ন ধরণের বার্মিজ ধারালো অস্ত্র ও ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
আটককৃত জলদস্যুরা হলো মো. বাকগুল্লা (২২), মো. শুকুর (২০), রবি আলম (২২), নুরুল আমিন (৩০) ও শফি আলম(২০)। এরা সকলেই মায়ানমারের আকিয়াব জেলার আড়িপাড়া অঞ্চলের বাসিন্দা।
পরবর্তীতে উক্ত অভিযানে উদ্ধারকৃত বাংলাদেশি জেলেদের ডুবে যাওয়া একটি নৌকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেরা সকলেই টেকনাফের নোয়াখালী পাড়ার বাসিন্দা। আটককৃত ডাকাত, উদ্ধারকৃত জেলে এবং জব্দকৃত অস্ত্র ও অন্যান্য মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a reply