প্রেসিডেন্টস কাপের বিগ ম্যাচ আজ। যেখানে তামিম ইকবালের একাদশের বিপক্ষে মাঠে নামবে মাহমুদ উল্লাহ রিয়াদের একাদশ। প্রথম ম্যাচে শান্তর একাদশের বিপক্ষে পরাজিত রিয়াদরা ঘুড়ে দাঁড়াতে চায় এই ম্যাচে।
মিরপুরের হোম অব ক্রিকেটে দিবারাত্রির এই ওয়ানডে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার দুপুর দেড়টায়। ৩৬ লাখ ৭৫ হাজার টাকার প্রাইজ মানির টুর্নামেন্ট। তাই তো গায়ে যখন প্রস্তুতি ম্যাচের তকমা, বাইরে তখন লড়াইয়ের ঝাঁঝ।
প্রেসিডেন্টস কাপের মঞ্চে দেশের ক্রিকেটের সব তারকার সাথে থাকবে আগামীর তারকারা। তিন দলের টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বিগ ম্যাচ। লড়বে তামিম বনাম রিয়াদের দল।
তামিম একাদশে ওপেনিং জুটি বাঁধতে পারেন দুই তামিম। সিনিয়র তামিমের সাথে তবে জুনিয়র বিশ্বকাপ জয়ী তানজিদ হাসান তামিম। যদি তাই হয় তা হবে এই ম্যাচের বড় বিজ্ঞাপণ হবে এটিই।
এছাড়া তারকার কমতি নেই এই তামিমের দলে। বিশ্বকাপ জয়ী আকবর দা গ্রেট, কাটার মাস্টার মোস্তাফিজসহ আরও অনেকে।
এ বিষয়ে কিছুটা রসিকতা করে তামিম বলেন, আগামীকাল আমরা দুই তামিম একইসাথে মাঠে নামছি। সাধারণত সবাই আমায় তামিম বলেই ডাক দেয়। কাল যদি মাঠে কেউ তামিম বলে ডাক দেয় তাহলে আমরা কনফিউজড হয়ে যাবো। জুনিয়র তামিমের নামটা চেঞ্জ করলে মন্দ হতো না।
Leave a reply