যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের বিচারপতি পদে নিয়োগ পেলে শতভাগ নিরপেক্ষ বিচার করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন অ্যামি কোনি ব্যারেট।
সোমবার সিনেটে শুনানির প্রথম দিনে বক্তব্য রাখেন ট্রাম্প মনোনীত এ প্রার্থী। চার দিনের শুনানির প্রথম দিনে মনোনয়নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্পের প্রতি।
জুডিশিয়ারি কমিটির সামনে নিজের মতাদর্শ ও দক্ষতার বিষয়গুলো তুলে ধরেন ব্যারেট। এসময় তিনি দাবি করেন, আদর্শ ও মূল্যবোধসহ সেবার মনোভব ধারণ করেন তিনি। ব্যারেটের বক্তব্যে রিপাবলিকানরা সন্তুষ্ট হলেও, নানা ইস্যুতে প্রশ্ন তোলেন ডেমোক্র্যাটরা।
বিশেষ করে ওবামা হেলথকেয়ারের মতো বিষয়গুলোতে সরাসরি হুমকি হতে পারেন রক্ষণশীল এই আইনজীবী- এমন শঙ্কা তাদের। যদিও, দায়িত্ব পালনের সময় রাজনীতির কোনো প্রভাব বিচারব্যবস্থায় পড়বে না বলে দাবি করেন ব্যারেট।
Leave a reply