আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে হুন্ডি পাচারের ৬ লাখ ১৫ হাজার বাংলাদেশি টাকাসহ মোবারক হোসেন ইদন (২০) নামে এক সিএনজি চালককে আটক করেছে বিজিবি। এ সময় তার রেজিস্ট্রেশন বিহীন একটি সিএনজি অটোরিকসাও জব্দ করা হয়।
সোমবার রাতে উপজেলার সীমান্তঘেষা সেনারবাদী এলাকায় অভিযান চালিয়ে তাকে টাকাসহ আটক করা হয়। আটককৃত ইদন সেনারবাদী গ্রামের বাসিন্দা আবু জাহার মিয়ার ছেলে।
২৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আখাউড়া সদর কোম্পানি কমান্ডার মো. আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আখাউড়া সীমান্তের ২০২৪/২ সীমান্ত পিলার এলাকা থেকে একটি নম্বর বিহীন সিএনজি অটোরিকসাসহ মোবারক হোসেন ইদনকে আটক করে।
পরে তার দেহে তল্লাশি চালিয়ে হুন্ডি পাচারের ৬ লাখ ১৫ হাজার ৬৫০ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
আটক ইদন সীমান্তের চিহ্নিত হুন্ডি পাচারকারী। সে আগেও একাধিকবার হুন্ডির টাকা পাচারের সময় বিজিবির হাতে আটক হয়। রাতেই তাকে টাকা ও সিএনজি অটোরিকশাসহ আখাউড়া থানার সোপর্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Leave a reply