আশুলিয়ায় নিখোঁজের দুই দিন পর ৭ বছরের শিশু আসিফ খাঁ’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শিমুলিয়া ইউনিয়নের পূর্বকলতা সূতি এলাকার শিশুটির বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসিফ খাঁ শিমুলিয়া ইউনিয়নের পূর্বকলতা সূতি এলাকার জুয়েল খাঁ’র ছেলে। সে স্থানীয় দিপা রোজ নামে একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, সকালে শিমুলিয়া ইউনিয়নের পূর্বকলতা সূতি এলাকায় একটি বাড়ির পাশে শিশুটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাইসার বলেন, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a reply