স্বেচ্ছাসেবী অসুস্থ হওয়ায়, সম্ভাব্য করোনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করলো জনসন অ্যান্ড জনসন। সোমবার, তথ্যটি নিশ্চিত করে মার্কিন প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে জানায়, অসুস্থ ব্যক্তি রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর্যবেক্ষণে। দাবি- দ্রুতই সুস্থ হয়ে উঠবেন ঐ স্বেচ্ছাসেবী। প্রতিষ্ঠানটি ৬০ হাজার ব্যক্তির ওপর চালাচ্ছে তৃতীয় ও চূড়ান্ত ধাপের ট্রায়াল। চলতি বছরের শেষ নাগাদ বা ২০২১ সালের শুরুতেই ভ্যাকসিন অনুমোদনের পর, বাজারজাত করার ঘোষণা দিয়েছিলো জনসন এন্ড জনসন।
সেপ্টেম্বরে, স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার করোনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করা হয়।
Leave a reply