ব্রাজিলে করোনার সংক্রমণ দুইদিন কিছুটা কমার পরে আবারও বাড়ছে। এতে করে ফের দুশ্চিন্তা বাড়াচ্ছে ভাইরাসটি। লাতিন আমেরিকার দেশটিতে নতুন করে ১১ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি প্রাণহানি ঘটেছে আরও সাড়ে ৩শ’ জনের। তবে আশার কথা হলো উল্লেখযোগ্য হারে বাড়ছে সুস্থতা। আর্জেন্টিনা ছাড়া কিছুটা উন্নতি হয়েছে এ অঞ্চলের পেরু, কলম্বিয়া, চিলি মতো দেশগুলোতেও।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪১৫ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৫১ লাখ ১৪ হাজার ৮২৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৩৫৪ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৫১ হাজার ৬৩ জনে ঠেকেছে।
এদিকে সুস্থতা লাভ করেছেন আরও প্রায় ৩২ হাজার ভুক্তভোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ৪৫ লাখ ২৬ হাজার ৯৭৫ জনে পৌঁছেছে।
Leave a reply