সাতক্ষীরায় প্রতিবন্ধী ভাই বোনকে নির্যাতনের অভিযোগ

|

নিজস্ব প্রতিনিধি
ঘর ভাড়া চাওয়ায় সাতক্ষীরায় প্রকাশ্য দিবালোকে হার্ডওয়ার ব্যবসায়ী কর্তৃক প্রতিবন্ধী দুই ভাই বোনকে বেদম মারপিট করে নির্যাতন করা হয়েছে। বর্তমানে আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের নির্যাতনের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় শহরের প্রাণকেন্দ্র নাজ মার্কেট সাইকেল পট্টিতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আঞ্জুমান আরা খাতুন ও তার আপন সহোদর শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মারুফ হোসেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্রে ন্যাশনাল ব্যাংক সড়কে নাজ মার্কেট এর মালিক শারিরিক ও মানসিক প্রতিবন্ধী দুই ভাই বোন আঞ্জুমান আরা ও খন্দকার মারুফ হোসেন তাদের মার্কেট ভাড়া বাবদ টাকা নিতে যায় এসময় ভাড়াটিয়া রহমান ও আজিজ নিকারি ও তার ছেলে কামাল হোসেন ভাড়া না দিয়ে উল্টো লোহার রড দিয়ে তাদের বেদম মারপিট করে। পরে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন তারা।

এ ঘটনায় আহতদের মামা সৈয়দ আবুল হাসান সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার উপ পুলিশ পরিদর্শন বুরহান উদ্দিন জানান, আমরা একটি লিখিত এজাহার পেয়েছি বর্তমানে তদন্ত চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply