অভিযোগ প্রমাণিত না হওয়ায় ধর্ষণ মামলা থেকে খালাস পেলেন সাবেক মিডিয়া ব্যক্তিত্ব

|

অভিযোগ প্রমাণিত না হওয়ায় ধর্ষণ মামলা থেকে বেকুসুর খালাস পেলেন বেসরকারি এক টিভি চ্যানেলের সাবেক প্রোগ্রাম হেড আসলাম শিকদার।

বুধবার বিকেলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৫ এর বিচারক শামসুন্নাহার এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ধর্ষণের যে অভিযোগ মামলার বাদি করেছেন, তা প্রমাণিত না হওয়ায় বিচারক আসামিকে খালাস দেন।

তবে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন মামলার বাদি সানজিদা সেজুঁতি। আসামি প্রভাবশালী হওয়ায় তিনি ন্যায় বিচার পাননি বলেও অভিযোগ করেন।

উল্লেখ্য, ২০১৮ সালে রাজধানীর হাতিরঝিল থানাতে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply