ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তানজিম রহমান সিজান (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে কালীগঞ্জ-কোটচাাঁদপুর সড়কের কালীগঞ্জ পৌর ভবনের সামনে। সিজান শহরের আড়পাড়ার মৃত ওলিয়ার রহমানের ছেলে। সে মোটরসাইকেলে বন্ধুদের সাথে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুর যাচ্ছিলো।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, বুধবার দুপুর ২টার দিকে সিজান মোটরসাইকেল চালিয়ে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলো। কালীগঞ্জ পৌরসভার সামনে পৌঁছালে একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। গুরুতর জখম অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
ইউএইচ/
Leave a reply