জাতিসংঘ মানবাধিকার পরিষদে ব্যর্থ হলো সৌদি

|

জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্যপদ পেতে ব্যর্থ হলো সৌদি আরব।
মঙ্গলবার ভোটাভুটিতে আসে পরাজয়।

এর আগে, সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে হিউম্যান রাইটস ওয়াচ। মানবাধিকার সংক্রান্ত যে কোনো ফোরামে দেশটিকে অন্তর্ভুক্ত না করতে; বিশ্ব সম্প্রদায়কে আহ্বানও জানায় সংস্থাটি।

উঠে আসে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ইস্যু। UNHRC’র সদস্যপদ পাওয়ার নির্বাচনে ৪৭টি দেশ অংশ নেয়। যাতে, আগামী তিন বছরের জন্য জয়ী হয়েছে চীন, রাশিয়া, কিউবাসহ ১৫ দেশ। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত চারটি আসনে হেরে যায় সৌদি আরব।

এইচআরডব্লিউ বলছে, সৌদি আরব ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত। দেশটিতে মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে প্রতিনিয়ত দমন পীড়ন চালানো হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply