গ্রিস-সাইপ্রাস প্রতিশ্রুতি রক্ষা করছে না: এরদোগান

|

ভূমধ্যসাগর ইস্যুতে গ্রিস ও সাইপ্রাস প্রতিশ্রুতি রক্ষা করছে না বলে অভিযোগ তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি দাবি করেন, যেখানে তেল-গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন করা হচ্ছে; সেটি আঙ্কারার মালিকানাধীন। সুতরাং, সেটি নিয়ে প্রতিবেশীদের রাজনীতি করা উচিত নয়। এর পরিবর্তে, আঞ্চলিক শান্তি বজায় রাখতে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার তাগিদ দেন তিনি।

আগস্ট মাসে ভূমধ্যসাগরের বিতর্কিত অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধান শুরু করে তুর্কি জাহাজ। সেসময়ই অঞ্চলটির বাকি দুই দাবিদার গ্রিস ও সাইপ্রাস বাধা দেয়। কিছু সময় বিরতির পর, সে জায়গায় আবারও জাহাজ পাঠাচ্ছে তুরস্ক।

এরদোগান বলেন, ইইউ-ন্যাটোর সাথে আলোচনায় গ্রিস আর সাইপ্রাস যে প্রতিজ্ঞা করেছে; সেটা এড়িয়ে যাচ্ছে তারা। সুতরাং, দেশগুলো যে ভাষা বোঝে; সেভাবেই তাদের মোক্ষম জবাব দেয়া হবে। ভূমধ্যসাগরের তেল-গ্যাস উত্তোলনের অঞ্চলটি আইনত তুরস্কের। প্রতিবেশীদের বলবো- পরিস্থিতি উস্কে না দিয়ে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করুন।

ইউএ্‌ইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply