চট্টগ্রাম বিমানবন্দরে ধরা পড়েছে ১১ কোটি টাকার ১৪০টি চোরাই স্বর্ণবারের চালান। এযাবতকালে আটক স্বর্ণ চালানের মধ্যে এটিই সবচেয়ে বড় বলে দাবি করেছেন কাস্টমস কর্তৃপক্ষ।
দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে ৩টি সিটের নিচে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ছিলো ১৮ কেজি ওজনের এসব স্বর্ণবার। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার সকালে দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটি। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালান কাস্টমস ও এনএসআই এর যৌথ টিম। সিটের নিচে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৮টি কালো প্লাস্টিকের বান্ডিলে মোড়ানো ১৪০টি স্বর্ণবার।
কাস্টমস কর্তৃপক্ষের দাবি, চট্টগ্রাম বিমানবন্দরে এযাবত আটক হওয়া স্বর্ণবারের সবচেয়ে বড় চালান এটি।
প্রতিটি ১১৬ গ্রাম ওজনের একেকটি স্বণর্বারের মোট ওজন প্রায় ১৮ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ১১ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে বাজারে স্বর্ণের দাম বাড়ায় চোরাচালানি সিন্ডিকেট তৎপর হয়ে উঠেছে বলে দাবি কাস্টমস কর্মকর্তাদের। মামলার দায়েরের পর উদ্ধারকৃত স্বর্ণবার বাংলাদেশ ব্যাংকে জমা করা হবে।
ইউএইচ/
Leave a reply