নুর-রাশেদকে অবাঞ্ছিত ঘোষণা দিয়ে ছাত্র অধিকারের একাংশের নতুন কমিটি

|

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক রাশেদ খানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ‘বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে’ নতুন সংগঠনের ঘোষণা দিয়েছে একটি অংশ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ২২ সদস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। যাদের কেউ কেউ নুরের পরিষদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন।

নতুন কমিটির আহবায়ক এ পি এম সুহেল বলেন, মূল লক্ষ্য ও উদ্দেশ্য থেকে সরে গিয়ে মানুষের আবেগ ও বিশ্বাস নিয়ে নোংরা রাজনীতি করা হয়েছে। নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা রাজনৈতিক বলা হলেও সেটি সত্য নয় বলে মন্তব্য তার।

তিনি বলেন, সেই ভুক্তভোগীকে নোংরা ভাষায় আক্রমণ করেছে নুর। পাশাপাশি, আর্থিক অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিকভাবে সংগঠন পরিচালনা করার অভিযোগ ও আনেন সুহেল। তিনি আরও বলেন, নুর ছাত্র অধিকার পরিষদে একক ক্ষমতায় যা ইচ্ছে তাই করেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply