ভিয়েতনামে বন্যা ও ভূমিধ্বসের ঘটনায় ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারি বৃষ্টিপাত ও বন্যার কারণে গত সোমবার থুয়া থিয়েন রাজ্যে জলবিদ্যুতের বাঁধ ভেঙে চাপা পড়ে অনেকে। এর পরই শুরু হয় উদ্ধার তৎপরতা।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপণা বিভাগ বলছে, এখনও কাদা মাটির নীচে চাপা পড়ে আছে ১৭ নির্মাণ শ্রমিকসহ অনেকে। নিখোঁজদের সন্ধানে কাজ করছে সেনাবাহিনী, ফায়ারসার্ভিসের সদস্যসহ বহু স্বেচ্ছাসেবী।
এর আগে চলতি মাসের শুরুতে বন্যা ও ভূমিধ্বসে ৪৯ জনের মৃত্যু হয় দেশটিতে। স্থানীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস, আগামী এক সপ্তাহ নাগাদ থাকতে পারে ভারি বৃষ্টিপাত।
এরই মধ্যে সরিয়ে নেয়া হয়েছে ৬৬ হাজারের বেশি মানুষকে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ হাজার হেক্টরের বেশি ফসলি জমি এবং মাছের খামার।
Leave a reply