টেলিভিশন রেটিং কেলেঙ্কারির জেরে ভারতে তিনমাস টিআরপি বন্ধ

|

টেলিভিশন রেটিং কেলেঙ্কারির জেরে ভারতে তিনমাস টিআরপি বন্ধ

ভারতে ‘টেলিভিশন রেটিং পয়েন্ট- TRP’ কেলেঙ্কারির রেশে আগামী ৩ মাসের জন্য প্রক্রিয়াটি স্থগিত করলো, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল। বৃহস্পতিবার সাপ্তাহিক কার্যক্রমটি বন্ধ রাখার ঘোষণা আসে।

বিবৃতিতে জানানো হয়, এ সময়ের মধ্যে অভিযোগ খতিয়ে দেখা এবং গোটা প্রক্রিয়া পূর্ণমূল্যায়ন করা হবে। এ সিদ্ধান্তকে ‘নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন’ স্বাগত জানিয়েছে। একইদিন, টিআরপি কেলেঙ্কারি মামলায় ‘রিপাবলিক টিভি’র কর্ণধার অর্ণব গোস্বামী এবং তার সংস্থাকে মুম্বাই উচ্চ আদালতের দ্বারস্থ হতে বললেন, সুপ্রিম কোর্ট।

সম্প্রতি, এ তদন্তে রিপাবলিক’সহ তিনটি চ্যানেলের বিরূদ্ধে জালিয়াতির অভিযোগ আনে মুম্বাই পুলিশ। যার বিরূদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন, অর্ণব। এছাড়া, মুম্বাই পুলিশ অর্থের বিনিময়ে দর্শকদের সুনির্দিষ্ট চ্যানেল চালিয়ে রাখতে বলা অপরাধী চক্রের ৫ জনকে গ্রেফতারও করে। বিভিন্ন ভাষার সাড়ে ৮শ’র বেশি টিভি চ্যানেল রয়েছে ভারতে। শত কোটি দর্শকের বাজার ধরতেই এ অসাধূ প্রতিযোগিতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply